কলম্বো, ২২ মে: করোনার দ্বিতীয় (Corona Second Wave) ঢেউয়ের জেরে বিধ্বস্ত গোটা ভারত। এবার ভারতের পড়শি দেশ শ্রীলঙ্কাতেও করোনার থাবা ক্রমশ জোরাল হচ্ছে। জানা যাচ্ছে, করোনার (COVID 19) প্রকোপ দ্বীপরাষ্ট্রে হু হু করে বাড়ছে। তার জেরেই এবার সে দেশে বাস, ট্রেন সহ গণপরিবহণে সাময়িক রাশ টানা হয়েছে।
জানা যাচ্ছে, শুক্রবার রাত থেকে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত শ্রীলঙ্কা (Sri Lanka) জুড়ে বাস, ট্রেন (Train) সহ সব ধরণের গণপরিবহণ বন্ধ থাকবে। পাশাপাশি জমায়েতেও রাশ টানা হয়েছে। করোনার প্রকোপ বাড়ছে, সেই কারণে আগামী ২ সপ্তাহের জন্য শ্রীলঙ্কায় সাময়িক লকডাউন ঘোষণা করা হোক বলে দাবি করে সে দেশের মেডিকেল অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: Dia Mirza: চোটে ভরা দিয়া মির্জার মুখ,হাত, ভাইরাল অভিনেত্রীর ছবি
করোনার বাড়বাড়ন্ত এবং চিকিৎসকদের (Doctor) পরামর্শ অনুযায়ী এবার গণপরিবহণ, জমায়েত বন্ধ করে দেওয়া হল শ্রীলঙ্কার তরফে। পাশাপাশি এই সময় বিয়ে, অনুষ্ঠান, পার্টি সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও বন্ধ থাকবে শ্রীলঙ্কা জুড়ে। স্কুল, কলেজ, বিশ্ব বিদ্যালয়ও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।