
দক্ষিণ ক্যারোলিনা, ২৬ মেঃ আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় (South Carolina) চলল আততায়ীর এলোপাথাড়ি গুলি। রবিবার রাতে বিচ টাউনের লিটল রিভার এলাকায় আচমকাই গুলিবর্ষণ শুরু করে দুষ্কৃতী। চলে এলোপাথাড়ি গুলি। গুলিবর্ষণের জেরে এখনও পর্যন্ত ১১ জনের আহত হওয়ার খবর মিলেছে।
হোরি কাউন্টি পুলিশ জানাচ্ছে, রাত সাড়ে ৯টার দিকে মার্টল বিচ থেকে প্রায় ৩২ কিলোমিটার উত্তর-পূর্বে লিটল রিভারে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে। বসতি এলাকা লক্ষ্য করে চলে মুহুর্মুহু গুলি। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে আততায়ীরা চম্পট দিয়েছে। আসে অ্যাম্বুলেন্স। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাপাতালে। রবিবার রাতের ঘটনার পর লিটল রিভারে আতঙ্ক ছড়িয়েছে। আহতদের শারীরিক অবস্থা এখন কেমন আছে সেই বিষয়ে কোন তথ্য সামনে আসেনি।
হোরি কাউন্টি পুলিশ আরও জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনায় আহতদের সংখ্যা সম্ভবত আর বেশি। অ্যাম্বুলেন্স ছাড়াও অনেকে ব্যক্তিগত গাড়িতে চেপে চিকিৎসার জন্যে হাসপাতাল আসছেন। আহতদের সামগ্রিক সংখ্যা জোগাড়ের চেষ্টা চলছে। তবে এই ঘটনার পিছনে জড়িত দুষ্কৃতীদের বিষয়ে কোন তথ্য কিংবা তাদের কী উদ্দেশ্য ছিল সেই সম্পর্কে কোন কিছুই প্রকাশ করেনি পুলিশ।
দক্ষিণ ক্যারোলিনার (South Carolina) অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হল এই মার্টল বিচ। নদীর পাশে বসতিপূর্ণ এই এলাকায় বেশ কিছু নৌকা ব্যবসা চলত। নৌকা ব্যবসায়ীদের সঙ্গে আততায়ীদের কোন শত্রুতা রয়েছে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন। তদন্ত করছে পুলিশ।
উল্লেখ্য, গত এপ্রিল মাসেই এই মার্টল বিচে গোলাগুলির কাণ্ড ঘটেছিল। সেখানে ১ জন মারা গিয়েছিলেন এবং ১১ জন আহত হন। এক মাসের মাথায় ফের একই কাণ্ড।