বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাঁর চূড়ায় উঠতে প্রতি বছর গোটা বিশ্ব থেকে পর্বতারোহীরা ঝুঁকি নিয়ে অভিযান করেন। তবে তাঁদের নেমে আসা খুব নিয়ে কোথাও একটা চর্চিত আলোচনা হয়না। কিন্তু এবার এভারেস্ট এর চূড়া থেকে নেমেই সকলের মন জয় করেছেন পোল্যান্ডের স্কি মাউন্টেনিয়ার আন্দ্রজে বার্গিয়েল (Andrzej Bargiel)। স্কি করে নামার ক্ষেত্রে বিশ্বের প্রথম ব্যক্তি তিনি, যিনি অতিরিক্ত অক্সিজেন ব্যবহার না করে মাউন্ট এভারেস্টের চূড়া থেকে বেস ক্যাম্প পর্যন্ত সম্পূর্ণভাবে স্কি করে নেমে এসেছেন।সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃতিত্বটি শেয়ার করেছেন তাঁর টিমের সদস্যরা।
এভারেস্টের চূড়া থেকে স্কি করে নামলেন পোল্যান্ডের স্কি মাউন্টেনিয়ার
Polish athlete Andrzej Bargiel has become the first person to ski down Mount Everest without an oxygen tank, his team said https://t.co/RiB59oIb7P pic.twitter.com/mNVqNML1Q7
— Reuters (@Reuters) September 25, 2025
বিশাল সাফল্য:
আন্দ্রজে বার্গিয়েল এভারেস্টের ৮,৮৪৮ মিটার (২৯,০৩১ ফুট) উচ্চতায় প্রথমে আরোহণ করেন এবং তারপর স্কি করে বেস ক্যাম্প পর্যন্ত নেমে আসেন। উল্লেখ্য এই প্রথমবার কোনো পর্বতারোহী অতিরিক্ত অক্সিজেন ছাড়াই এভারেস্টের চূড়া থেকে স্কি করে নিচে নামার মতো চরম ঝুঁকিপূর্ণ কাজটি সফলভাবে সম্পন্ন করলেন। অক্সিজেনের অভাবজনিত কারণে ৮,০০০ মিটারের ওপরের অংশটিকে "ডেথ জোন" (Death Zone) বলা হয়, যেখানে দীর্ঘ সময় কাটানো খুবই বিপজ্জনক।তাই তিনি সাউথ কল রুট (South Col Route) ধরে নেমেছেন, যার মধ্যে বিশ্বের অন্যতম বিপজ্জনক অংশ খুম্বু আইসফল (Khumbu Icefall) পার হওয়াও অন্তর্ভুক্ত ছিল।এটি বার্গিয়েলের তৃতীয় প্রচেষ্টা ছিল। এর আগে ২০১৯ এবং ২০২২ সালে প্রতিকূল আবহাওয়ার কারণে তিনি সফল হননি।
Poland’s Andrzej Bargiel has become the first person to ski down , his team said on Thursday.
Read here: https://t.co/xewzdTEWc6 pic.twitter.com/fJjkDHZtVH
— DD News (@DDNewslive) September 26, 2025
অন্যান্য কৃতিত্বঃ-
আন্দ্রজে বার্গিয়েল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত কে২ (K2) পর্বত থেকেও স্কি করে নামা প্রথম ব্যক্তি। যদিও এর আগে স্নোবোর্ডিং এবং অতিরিক্ত অক্সিজেন নিয়ে এভারেস্ট থেকে স্কি করার ঘটনা ঘটেছে (যেমন স্লোভেনিয়ার ডাভোরিন কার্নিকার ২০০০ সালে অক্সিজেন নিয়ে চূড়া থেকে বেস ক্যাম্প পর্যন্ত স্কি করেন), কিন্তু অতিরিক্ত অক্সিজেন ছাড়া পুরোটা স্কি করার কৃতিত্বটি কেবল আন্দ্রজে বার্গিয়েলের।