Silicon Valley Bank

সিলিকন ভ্যালি ব্যাঙ্ককে কিনে নিল ফাস্ট সিটিজেন ব্যাঙ্ক। ৫০০ মিলিয়ন ডলারের চুক্তিতে এসভিএফ ব্যাঙ্ককে কিনে নেয় ফার্স্ট সিটিজেন ব্যাঙ্ক। সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সমস্ত ডিপোজিট এবং ব্যাঙ্ক লোন কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাঙ্ক। রবিবার এই খবর জানা গেছে।

অর্থাৎ সোমবার থেকে সিলিকন ভ্যালি ব্যঙ্কের ডিপোজিটার ফার্স্ট সিটিজেন ব্যাঙ্কের ডিপোজিটার হয়ে যাবেন। সিলিকন ভ্যালি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যাবার পর থেকে আমেরিকাতে দুশ্চিন্তার আবহাওয়া দেখা দিয়েছিল। বিশেষ করে টেকনোলজি সেক্টরে যারা অনেকাংশেই এই ব্যাঙ্কের ওপর অনেকটাই নির্ভরশীল ছিলেন।

মার্চের ১০, ২০২৩ পর্যন্ত সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সম্পত্তির পরিমান ১৬৭ বিলিয়ন ডলার এবং মোট ডিপোজিটের পরিমান ১১৯ বিলিয়ন ডলার। এসভিএ ব্যাঙ্কের থেকে ৭২ বিলিয়ন ডলারের সম্পত্তি ১৬.৫ বিলিয়ন ডলার ছাড়ে কিনে নিয়েছে ফার্স্ট সিটিজেন ব্যাঙ্ক।