Photo Credit Twiter

আমেরিকাতে অব্য়াহত ব্যাঙ্কিং বিপর্যয়।  সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পর এবার বন্ধ হল আরও একটি ব্যাঙ্ক। বন্ধ করা হল সিগনেচার ব্যাঙ্ককেও। রবিবার নিউ ইয়র্ক স্টেট ফিনান্সিয়াল রেগুলেটরের তরফে বন্ধ করে দেওয়া হয়  ব্যাঙ্কটিকে। সিগনেচারের পতন আমেরিকার ইতিহাসে অন্যতম বড় ব্যার্থতা এবং  সিলিকন ভ্যালি ব্যাঙ্কের পতনের ৪৮ ঘন্টার মধ্যেই পতন হয়ে গেল এই ব্যাঙ্কের।

দুটি ব্যাঙ্কের পতনের জেরে বড় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন যে, এই বিপর্যয়ের পেছনে যারা দায়ী তাদের রেয়াত করা হবে না। তবে আমেরিকারবাসীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে তাদের অর্থ সুরক্ষিতই রয়েছে।

ইউএস ট্রেজারি এবং ফিনান্সিয়াল এজেন্সীর তরফে যৌথভাবে জানানো হয়েছে, সোমবার থেকে আমানতকারীরা তাদের গচ্ছিত অর্থ ফেরত পাবেন। সিলিকন ভ্যালি ব্যআঙ্কের এই বিপর্যকে সামাল দেওয়ার ক্ষেত্রে প্রাণপন চেষ্টা চালাচ্ছেন ব্যাঙ্কের আধিকারিকরা, যাতে অন্য ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এই সমস্যা আটকানো যায়।