Peru Incident (Photo Credit: X/Screengrab)

রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিপদ। যেন সাক্ষাৎ যমদূত এসে হাজির হল মহিলার সামনে। যমদূতের আগমণ যে শুধু শুধু হল, তা নয়। প্রচণ্ড বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল ওই এলাকা। সঙ্গে সঙ্গে জ্বলে উঠল আগুন। এবার এমনই একটি ভিডিয়ো পেরুতে (Peru) ভাইরাল হল। যেখানে রাস্তা দিয়ে হাঁটার সময় এক মহিলার মাথার উপর থাকা বিদ্যুতের খুঁটি থেকে একটি বাক্স খুলে পড়ে। নীচে পড়তে পড়তে সেটি সশব্দে ফেটে ওঠে। প্রচণ্ড বিস্ফোরণে যেমন এলাকা কেঁপে ওঠে, তেমনি আগুনও জ্বলতে শুরু করে। বিস্ফোরণের আঘাতে রাস্তায় গর্ত তৈরি হলে, সেখানে পড়ে যান পথ চলতি মহিলা। এরপর আশপাশের লোকজন ছুটে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন।

দেখুন প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠার পর গর্তে কীভাবে পড়ে গেলেন মহিলা...