দিল্লি, ৯ অক্টোবর: কাতার এয়ারওয়েজ়ে (Qatar Airways ) ঘটে গেল এক অদ্ভুদ ঘটনা। যেখানে কাতার এয়ারওয়েজ়ের এক বৃদ্ধ যাত্রীকে নিরামিষে পরিবর্তে আমিষ খাবার খেতে দেওয়া হয়। থালায় আমিষ খাবার দেখেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় ওই বৃদ্ধের। ডক্টর অশোক জয়াইরা নামের ওই ৮৫ বছরের বৃদ্ধ কাতার এয়ারওয়েজ়ে উঠে নিরামিষ খাবারের ইচ্ছা প্রকাশ করেন। তবে তাঁকে দেওয়া হয় আমিষ খাবার। প্লেটে আমিষ খাবার দেখে বিমানের ভিতরেই দম বন্ধ হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়।
জানা যাচ্ছে, লস এঞ্জেলস থেকে কলম্বোর দিকে যাচ্ছিলেন ওই বৃদ্ধ। কাতার এয়ারওয়েজ়ের বিমানে উঠে ১৫.৫ ঘণ্টার যাতায়াত তাঁকে করতে হচ্ছিল। ওই সময় বিমানের ক্রুদের কাছে নিরামিষ খাবারের আবেদন করেন তিনি। তবে বিমান কর্মীরা অশোক জয়াইরাকে আমিষ খাবার দিয়ে, তা খেতে বলেন। যা শুনে তাঁর দম আটকে যায় এবং সঙ্গে সঙ্গে বিমানের ভিতরেই ওই বৃদ্ধ অজ্ঞান হয়ে যান।
সঙ্গে সঙ্গে কাতার এয়ারওয়েজ়ের বিমানটিকে স্কটল্যান্ডের এডিনবার্গে নামানো হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর। তবে চিকিৎসকরা ৮৫ বছরের ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।
২০২৩ সালের ৩ অগাস্ট ওই ঘটনা ঘটে। মৃত্যুর পর জানা যায়, নিউমোনিয়া ছিল ওই বৃদ্ধের। ফলে হঠাৎ করে এমন কোনও অহেতুক খাবারের গন্ধ তাঁর নাকে যায়, যা থেকে দম আচকে মৃত্যু হয় তাঁর।