কাসারাগোদ (কেরল): ৭৫ বছর বয়সে মারা গেল কেরলের (Kerala) অনন্তপদ্মনভ স্বামী (Anantha Padmanabha Swamy Temple) মন্দিরের নিরামিষভোজী (Vegetarian) কুমির (Crocodile) বাবিয়া (Babiya) । সোমবার তার মৃত্যুর কথা জানানো হয় মন্দির কর্তৃপক্ষের তরফে।
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কিছুদিন ধরেই ঠিকঠাক খাওয়াদাওয়া করছিল না বাবিয়া। গত ২ দিন ধরে নিখোঁজও ছিল। রবিবার তার মৃতদেহ মন্দিরের চারপাশে ঘিরে থাকা সরোবরে ভাসতে দেখা যায়। তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর অনন্তপদ্মনভ স্বামী মন্দিরের ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতে শোক প্রকাশ করতে দেখা গেছে নেটিজেনদেরও।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার আগে থেকেই উত্তর কেরলের কাসারাগোদ এলাকার অনন্তপদ্মনভ স্বামী মন্দিরের সরোবরে বাবিয়া থাকত। সরোবরে প্রচুর মাছ থাকলেও কোনওদিন তাকে তা খেতে দেখা যায়নি। মন্দিরের পুরোহিত দিনে দুবার তাকে ভক্তদের নিয়ে আসা ভাত খেতে দিতেন। মাঝে মাঝে নাকি মন্দিরের গিয়ে ভগবান অনন্তপদ্মনভ স্বামীর দর্শনও করত অলৌকিক অ্যাখ্যা পাওয়া ওই কুমির। তাকে দেখতে পাওয়াকে ভাগ্য বলেই মনে করতেন ভক্তরা। এর আগে ২০১৯ সালে বাবিয়া মারা গেছে বলে খবর ছড়ায়। যদিও পরে তা গুজব বলে জানা যায়।
Kerala’s ‘vegetarian crocodile’ Babiya passes away… Babiya lived in the Sri Anandapadmanabha Swamy temple tank in Kasargod and would eat only temple prasad twice a day… She was loved and worshipped for years, RIP Babiya! pic.twitter.com/xlwB1Sw83T
— Akshita Nandagopal (@Akshita_N) October 10, 2022
Divine Crocodile Babiya which was guarding Sri Anantapura Lake Temple in #Kasaragod of Kerala is no more.
Vegetarian #Babiya lived here in the Temple lake for the last 70+ years eating the Prasadam of Sri Ananthapadmanabha Swamy.
May God bless this soul. Om Shanti. pic.twitter.com/daPSQSkS58
— Adv K Shreekanth (@AdvkShreekanth) October 9, 2022