আহমেদবাদ, ২০ নভেম্বর: পাকিস্তানি দম্পতিকে পাকড়াও করল পুলিশ। তাও আবার উন্মত্ত অবস্থায়। ভারতে বেআইনিভাবে প্রবেশ করে ভালবাসায় মেতে ওঠেন ওই পাক প্রেমিক, প্রেমিকা। যা দেখার পরপরই কচ্ছ সীমান্ত থেকে তাঁদের পাকড়াও করা হয়। গত মাসে ওই পাক দম্পতিকে পাকড়াও করা হয় গুজরাটের কচ্ছ সীমান্তের কাছ থেকে। সূত্রের তরফে মিলছে এমন খবর।
ফলে ভারতে হাজির হয়ে তাঁরা নিরাপদ আশ্রয়ে থাকতে পারবেন। এই আশা নিয়ে বেআইনিভাবে অনুপ্রবেশ করেন তারা এবং পূজা। কচ্ছের রতনপুর গ্রাম থেকে ওই পাক দম্পতিকে পাকড়াও করে পুলিশ।
তারা এবং পূজাকে পাকড়াওয়ের পর থেকেই পুলিশ তাঁদের জোর কদমে জেরা শুরু করেছে। তাঁদের কাছে বৈধ কোনও কাগজপত্র আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।