বেজিং, ২৯ মে: Shanghai recorded its hottest May day in 100 years: চিনের সাংহাইতে এবার ব্যাপক গরম পড়েছে। ড্রাগনের দেশে পূর্ব উপকূলের অঞ্চল সাংহাইয়ের তাপমাত্রা এমনিতে মনোরম থাকে। এখানে গরম তেমন তীব্র নয়। কিন্তু গত একশো বছরে মে মাসে এত গরম পড়েনি, যেটা এদিন সাংহাইতে পড়ল। এবার গরমটা অনেকটাই বেশী সেটা সাংহাইবাসীরা বারবার বলছেন। কিন্তু সোমবার আগের সব রেকর্ড ভেঙে গেল। সাংহাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা আজ ৩৬.৭ ডিগ্রি।
কলকাতায় বসে সেটা বিশেষ গরম না মনে হলেও, চিনের সাংহাইয়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে অনেকটাই বেশী। চলতি বছর জানুয়ারিতে সাংহাইয়ে ব্যাপক তুষারপাত হয়েছিল। সেখানেই এবার কার্যত তাপপ্রবাহ চলছে। আরও পড়ুন-সিরিয়ার সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা ইজরায়েলের
দেখুন টুইট
#UPDATE Shanghai recorded its hottest May day in 100 years on Monday, the city's meteorological service announced, shattering the previous high by a full degree ➡️ https://t.co/HGjTdK0sNp pic.twitter.com/HeLb7lNxqR
— AFP News Agency (@AFP) May 29, 2023
একশো বছর আগে মে মাসের কোনও একদিনে সাংহাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। এবার সেটা ভেঙে গেল। বাংলাদেশের ঢাকায় এবার গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশী গরম পড়েছে। তাইল্য়ান্ডের তাকেও আগের সব রেকর্ড ভেঙে গরম পড়েছে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এসবই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে হচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।