নেপালের  শতাব্দী পুরুষ প্রবীণ ইতিহাসবিদ ও সাহিত্যিক সত্য মোহন জোশী আজ সকালে (১৬ অক্টোবর) দেহত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১০৩ বছর। গত ২৩ সেপ্টেম্বর থেকে প্রোস্টেট এবং হৃদরোগের জন্য তিনি কেআইএসটি মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতালে  চিকিৎসাধীন ছিলেন এবং তার অবস্থার উন্নতি না হওয়ায় ১০ অক্টোবর তাকে আইসিইউ তে স্থানান্তর করা হয়েছিল।কেআইএসটি মেডিকেল কলেজ ও টিচিং হাসপাতালের পরিচালক সুরজ বজরাচার্যের মতে, রবিবার সকাল ৭টা ০৯ মিনিটে যোশী মারা যান। অনেকদিন ধরেই  তিনি নিউমোনিয়া, ডেঙ্গু এবং হার্টের সমস্যায় আক্রান্ত ছিলেন

 

নেপালের বিদেশ মন্ত্রকের মন্ত্রী  শ্রী প্রদীপ কুমার গাওয়ালি ২০১৯ সালে শ্রী সত্যমোহন জোশীকে শততম জন্মদিনে শতাব্দী পুরুষ সম্মানে ভূষিত করেন।

 তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি