Roman Starovoit: রাশিয়া (Russia)-র সদ্য প্রাক্তন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী রোমান স্টারোভিট রহস্যজনকভাবে মারা গেলেন। রাজধানী মস্কো (Moscow)-র ওদিন্তসোভোতে মৃত অবস্থায় পাওয়া যায় পুতিনের (Vladimir Putin) ক্যাবিনেটের সদস্য রোমানের দেহ। তাঁর ঘর থেকে পরিবহণ মন্ত্রীর দেহ উদ্ধারের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিনি আত্মহত্য়া করেছেন। কিন্তু সেটা আত্মহত্য়া নাকি হত্যা, তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। পরিবহন মন্ত্রী রোমানকে কয়েক ঘণ্টা আগেই ক্য়াবিনেট থেকে বহিষ্কার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই রোমানের দেহ উদ্ধার হয়। পুতিনের সমর্থকদের দাবি, প্রেসিডেন্টের সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই রোমান আত্মহত্যা করেন। কিন্তু পুতিনের বিরোধীরা বলছেন, এটা আত্মহত্য়া নয়, হত্যা। তবে রোমান স্টারোভিট যে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের বিরোধী হয়ে উঠেছিলেন সেটা ক্রেমলিনের সবাই স্বীকার করছেন।
আজ, সোমবার প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রির মাধ্যমে স্টারোভোইতকে পরিবহণ মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। কিন্তু কী কারণে তাঁকে সরানো হল তা ক্রেমলিনের পক্ষ থেকে স্পষ্টভাবে জাাননো হয়নি। ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার বিমান পরিবহণ ব্যবস্থায় যাতে বিশৃঙ্খলার মধ্যে ঘটে, যা স্টারোভোইতের দায়িত্বের মধ্যে ছিল। পুতিন তাঁর ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন।
রহস্যজনকভাবে মৃত্য়ু সদ্য প্রাক্তন রুশ পরিবহণমন্ত্রীর
BREAKING: Russian Transport Minister Roman Starovoit found dead in apparent suicide, just hours after Putin fired him pic.twitter.com/E8FH5sKzkC
— BNO News Live (@BNODesk) July 7, 2025
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের বিরুদ্ধে 'বিদ্রোহ' ঘোষণা করাতেই রোমানকে খুন করা হয়েছে। ঠিক যেভাবে পুতিনের বিরোধিতা করায় দেশের বিরোধী দলনেতা আলেক্সি নাভালানিকে জেলে থাকা অবস্থায় হত্যা করা হয়েছিল। এমন কথা বলা হচ্ছে মার্কিন সংবাদমাধ্যমে। তার আগে, রুশ গোপান সেনা ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন-এর মৃত্য়ু হয়েছিল রহস্যজনক কপ্টার দুর্ঘটনায়। প্রিগোজিন পুতিনকে শাসনক্ষমতা থেকে সরিয়ে দিতে সেনা অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন।