Russia-Ukraine Conflict (Photo Credit: Twitter)

মস্কো, ২২ ফেব্রুয়ারি: পূর্ব ইউক্রেনে (astern Ukraine) শান্তি রক্ষা করুন। রাশিয়ান সেনা যাতে পূর্ব ইউক্রেনের শান্তি বজায় রাখে, সে বিষয়ে আবেদন জানালেন ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। পূর্ব ইউক্রেনের শান্তি যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সমস্ত ধরণের পদক্ষেপ গ্রহণের কথা রাশিয়ান সেনাকে জানান রুশ প্রেসিডেন্ট। তবে রাশিয়ান সেনা কবে ইউক্রেনে হামলা চালাবে, সে বিষয়ে মস্কোর তরফে স্পষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি।

এদিকে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পূর্ব ইউক্রেনের দুটি শহরকে ইতিমধ্যেই রুশ বাহিনী স্বাধীন বলে ঘোষণা করেছে বলে রিপোর্টে প্রকাশ। ইউরোপীয় ইউনিয়নের সদস্। দুই দেশকে কীভাবে রুশ প্রেসিডেন্ট স্বাধীন বলে ঘোষণা করেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জোরদার আলোচনা।

আরও পড়ুন:  Ukraine-Russia Conflict: রাশিয়ায় অনধিকার প্রবেশ, ইউক্রেনের ৫ 'গুপ্তঘাতককে' হত্যা করা হয়েছে, জানাল রাশিয়ান সেনা

জানা যাচ্ছে, পূর্ব ইউক্রেনের দুটি শহর  দোনেৎস্ক ও লুগানস্ককে স্বাধীন বলে ঘোষণা করেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরকে  এ বিষয়ে পুতিন আগেই জানিয়েছেন বলে দাবি করা হয় মস্কোর তরফে।