মস্কো, ৬ জুলাই: রাশিয়ায় ফিরেছেন ওয়াগনর প্রধান (ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়া যে ভাড়াটে সেনাদের উপর নির্ভর করছে,তার প্রধান)। এইমুহূর্তে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রয়েছেন ওয়াগনর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। বেলারুশের রাষ্ট্রপতির তরফে এবার এমনই দাবি করা হয়েছে। প্রসঙ্গত ইউক্রেনে যুদ্ধের জন্য ভাড়াটে সেনার উপর নির্ভর করছে রাশিয়া। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভাড়াটে সৈনা নিয়োগ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে যুদ্ধ চলাকালীন একের পর এক ভাড়াটে সেনার মৃত্যুর জেরে সম্প্রতি পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন ওয়াগনররা। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।
রাশিয়ায় ওয়াগনর বিক্ষোভের পর সম্প্রতি সাংহাই আন্তর্জাতিক কোঅপারেশন নামে কোনও বৈঠকে যোগ দিলেন পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্প্রতি এই আন্তর্জাতিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ভ্লাদিমির পুতিন।