কিভ, ২০ অক্টোবর: মোবাইল-সহ নিজেদের সব ধরনের ইলেকট্রনিক গেজেটসে চার্জ দিয়ে রাখুন। না হলে যে কোনও সময় রাশিয়ার ক্ষেপনাস্ত্র ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আঘাত করলে, আন্ধকার নেমে আসতে পারে। এভাবেই দশের মানুষকে সতর্ক করা হল ইউক্রেন প্রশাসনের তরফে। গত ১০ অক্টোবর থেকে ইউক্রেনের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আঘাত করছে রাশিয়া। রুশ ক্ষেপনাস্ত্রের আঘাতে ভেঙে পড়তে শুরু করেছে ইউক্রেনের (Ukraine) একাধিক বিদ্যুৎ কেন্দ্র। তার জেরেই ইউক্রেনের একাধিক জায়গায় অন্ধকার নেমে আসতে শুরু করেছে। এসবের পাশাপাশি ইউক্রেনের মানুষ যাতে বিদ্যুতের ব্যবহারও কম করেন, সে বিষয়েও আবেদন করা হয়েছে। বিদ্যুতের ব্যবহার যত কমানো যাবে, তত অন্ধকারের হাত থেকে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে রক্ষা করা যাবে বেলও জানানো হয়।
Ukraine has urged residents to slash their electricity consumption to cope with the destruction of power stations by Russia as winter approaches
President Zelensky said the government was creating mobile power supply points for critical infrastructure https://t.co/4uWyLPwbk9 pic.twitter.com/5rnejJUdL8
— AFP News Agency (@AFP) October 20, 2022
রুশ (Russia) ক্ষেপনাস্ত্র ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আঘাত করলে, সেখানে যাতে বিদ্যুৎ সরবারহ কেন্দ্র গড়ে তোলা যায়, সে বিষয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এদিকে ইউক্রেনের যে ৪ প্রদেশ দখল করেছে রাসিয়া, সেখানে নতুন করে বিবাহ আইন বলবৎ করা হচ্ছে। বুধবার এমনই জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যা নিয়ে বিশ্ব জুড়ে ফের নতুন করে তোলপাড় শুরু হয়ে যায়।