মুম্বই: ইউক্রেনে যুদ্ধ থামানোর কোনও উপায়ই তাঁর হাতে নেই বলে মন্তব্য করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব (UN Secretary-General) আন্তোনিয়ো গুতেরেস (Antonio Guterres)। ভারত সফরে এসে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানান রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল।
বুধবার সকালে প্রথমে মুম্বইয়ের তাজমহল প্যালেস হোটেলে গিয়ে ২৬/১১ (26/11 Mumbai attack)-র জঙ্গি হামলায় মৃত মানুষদের প্রতি সম্মান জ্ঞাপন করেন আন্তোনিয়ো গুতেরেস। তারপর মিলিত হন সাংবাদিকদের সঙ্গে।
সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার ফাঁকে উঠে আসে রাশিয়া (Russia) ও ইউক্রেনের (Ukraine) যুদ্ধের কথা। এপ্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, "ইউক্রেনে চলা যুদ্ধ থামানোর কোনও উপায় নেই আমার হাতে। আসলে আমাদের কোনও শক্তিই নেই। তবে আমি রাশিয়ান, ইউক্রেনীয়, ইউরোপিয়ান, আমেরিকান ও বাকিদের সঙ্গে কথা বলে খাদ্যপণ্যের সরবরাহ ঠিক রাখার চেষ্টা করছি।"
#WATCH | There is no way I can end war in #Ukraine. But something I thought I should do was to try to work with Russians, Ukrainians, Europeans, Americans, etcetera to see if it was possible to come to agreement allowing movement of grains...we've no power: UN Secy-Gen A Guterres pic.twitter.com/IPA4sHgtWX
— ANI (@ANI) October 19, 2022