Ukraine-Russia War (Photo Credit: Twitter)

কিভ, ১১ অক্টোবর:  ইউক্রেনে (Ukraine) ফের হামলা শুরু করেছে রাশিয়া (Russia)। সোমবারের পর মঙ্গলবারও ইউক্রেনের একাধিক প্রদেশে হামলা চালায় রুশ মিসাইল। রাশিয়ার মিসাইল যখন পরপর আছড়ে পড়তে শুরু করে ইউক্রেনের বিভিন্ন প্রদশে, সেই সময় সে দেশের বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। অন্ধকারে ঢাকতে শুরু করে ইউক্রেনের বিভিন্ন প্রদেশ। রাশিয়ার মিসাইলের হামলার জেরে যখন ইউক্রেনের একাধিক প্রদেশ আঁধারে ঢাকতে শুরু করে, সেই সময় ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সম্যাল ইউক্রেনীয়দের প্রতি আবেদন জানান। ইউক্রেনের মানুষ যাতে বুঝেশুনে মেপে বিদ্যুৎ ব্যবহার করেন, সেই আবেদন জানান সে দেশের প্রধানমন্ত্রী।

রাশিয়ার হামলার পর ইউক্রেন চরম বিদ্যুৎ বিপর্যয়ের মুখে। এই বিপর্যয় থেকে রক্ষা পেতেই ইউক্রেনীয়রা মেপে বিদ্যুতের ব্যবহার করুন বলে আবেদন জানানো হয় কিভের তরফে।

আরও পড়ুন:  Russia-Ukriane War: ইউক্রেনকে 'জব্দ' করতে কঠোর সের্গেইয়ের হাতে ভার, পশ্চিমকে সতর্কতা পুতিনের

সোমবার এবং মঙ্গলবার যখন একের পরএক রুশ মিসাইল আছড়ে পড়তে শুরু করে, সেই সময় ইউক্রেনের একাধিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্থ হয় বলে খবর। তার জেরেই গোটা দেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয় নেমে আসতে সুরু করেছে বলে রিপোর্টে প্রকাশ।