কিভ, ১৮ মার্চ: রুশ সেনার (Russia) হামলায় নিহত ইউক্রেনের (Ukraine) অভিনেত্রী ওকসানা শভেটস। ইউক্রেনের রাাজধানী কিভের একটি আবাসনে রুশ সেনা বোমাবর্ষণ করলে, তার জেরে নিহত হন ইউক্রেনের বছর ৬৭-এর এই বর্ষীয়ান অভিনেত্রী। যা নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওকসানা শভেটসের (Oksana Shvets K) মৃত্যু পর ইউক্রেনীয় সেনা বাহিনীর তরফে রাশিয়ার বিরুদ্ধে ফের তোপ দাগা হ.য়। ইউক্রেনের বসতি এলাকার উপর ইচ্ছে করে হামলা চালাচ্ছে পুতিন বাহিনী। এমনই অভিযোগ করা হয় জেলেনস্কি সরকােরের তরফে। যা অস্বীকার করে রুশ বাহিনী। তাদের দাবি, ইউক্রেনের সেনা ক্যাম্প এবং ছাউনি লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। জনবহুল এলাকায় কোনওভাবেই রুশ রকেট হামলা চালাচ্ছে না বলে পাালটা দাবি করে রাশিয়া।
প্রসঙ্গত সম্প্রতি ইউক্রেনের সর্বোচ্চ শিল্পী সম্মানে ভূষিত হন বছর ৬৭-এর ওকসানা শভেটস।
আরও পড়ুন: Holi 2022: পরিবার যখন সম্পূর্ণ ছিল, কাপুর পরিবারের হোলির পুরনো ভিডিয়ো শেয়ার করে আবেগপ্লুত নীতু
গত ২৪ ফেব্রুয়ারি রইউক্রেনে হামলা চালায় রাশিয়া। কিভ, খারকিভ, ওডেশা, মারিউপলে হামলা চালায় রাশিয়া। যার জেরে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়ে যায়। রাশিয়া যাতে ইউক্রেনের উপর হানাদারি বন্ধ করে, সে বিষয়ে বার বার আর্জি জানানো হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, রাষ্ট্রসংঘের তরফে।