Russia-Ukraine War: জাপোরিজিয়ায় 'পরমাণু বিস্ফোরণের' প্রস্তুতি? ইউক্রেনের মন্ত্রীর দাবিতে চাঞ্চল্য
Russia-Ukraine War (Photo Credit: File Photo)

কিভ, ৩ জুলাই: জাপোরিজিয়ায় পরমাণু বিস্ফোরণ করতে চাইছে ইউক্রেন (Ukraine)? ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভার এক সদস্যের দাবি ঘিরে শুরু হয়েছে চাঞ্চল্য। ইউক্রেনের এক মন্ত্রীর দাবি, তাঁরা জাপোরিজিয়া পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের তোড়জোড় করছেন। জাপোরিজিয়া দখলমুক্ত করতে পারেনি ইউক্রেনীয় সেনা। ফলে সেখানে রুশ সেনার আধিপত্য রয়েছে। জাপোরিজিয়া দখল করে রুশ বাহিনী সেখানে বিস্ফোরণ ঘটাতে পারে, এমন ইঙ্গিত পেতেই সেখানে পালটা বিস্ফোরণের ছক কষছে ইউক্রেন। এমন খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে।

প্রসঙ্গত চলতি বছর মার্চে জাপোরিজিয়া দখল করে পুতিন বাহিনী। রাশিয়ার (Russia) সেনার হাতে জাপোরিয়ার দখল যেতেই পরমাণু বিশেষজ্ঞরা চিন্তা প্রকাশ করেন। জাপোরিজিয়ায় যে কোনও মুহূর্তে বিস্ফোরণ হতে পারে বলে পরমাণু বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করতে শুরু করেন। যা নিয়ে শোরগোল শুরু হতেই এবার বিস্পোরণের ইঙ্গিত দিল ইউক্রেন।

যদিও জাপোরিজিয়া দখল করা হয়নি বা সেখানে আধিপত্য কায়েম করার চেষ্টা রুশ সেনা করছে না বলে স্পষ্ট জানানো হয় মস্কোর তরফে।