Russia-Ukraine War: রুশ ক্ষেপনাস্ত্রের ভয়াবহ হামলা, বিদ্যুৎহীন কিভে মৃত, আহতের সংখ্যা বাড়ছে
Russian Missile Strikes Ukraine (Photo Credit: Twitter)

কিভ, ২৩ নভেম্বর: বুধবার সকাল থেকে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে কিভ (Kyiv)। রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে ইউক্রেন-সহ কিভের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আগুনে ঝলসে উঠতে শুরু করে। রুশ (Russia) ক্ষেপনাস্ত্রের হামলার জেরে কিভের বিদ্যুৎকেন্দ্রগুলি ভেঙে পড়ে। ফলে কিভের একাধিক জায়গায় অন্ধকার নেমে আসে। রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে কিভের কত জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে, সেই পরিসংখ্যান এখনও মেলেনি। বুধবার এমনই ট্যুইট করেন ইউক্রেনের (Ukraine) এক প্রশাসনিক কর্তা। শুধু তাই নয়, বুধবার রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মেলে। আহত হন কমপক্ষে ৬ জন।

 

কিভের মেয়র জানান, বুধবার সকাল থেকে বিপদ ঘণ্টা বাজতে শুরু করে কিভের একাধিক এলাকায়। ফল রুশ ক্ষেপনাস্ত্রের হাত থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ যাতে নিরাপদে আশ্রয় নেন, সেই আবেদন জানানো হয়। সবকিছু মিলিয়ে ইউক্রেনে 'বিশেষ সেনা অভিযানের' ১০ মাসের মাথায় ফের হামলার বেগ বাড়াতে শুরু করেছে রাশিয়া।