রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পেরিয়ে গেছে ৩০০ দিন । প্রথম দিকে জোরালো হামলা চালাচ্ছিল রাশিয়া। মাঝে কিছুদিন হামলার মাত্রা কমে এসেছিল। ইউক্রেনে শীত জাঁকিয়ে বসার সঙ্গে সঙ্গে সেই হামলা আবারও জোরদার করেছে রুশ বাহিনী। এখন এই যুদ্ধে পরিসমাপ্তি চাইছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।বুধবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন জো বাইডেন। এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেছেন তাঁরা। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, “আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক।তবে যুদ্ধের ইতি টানতে বল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোর্টে ঠেলে দিয়েছেন তাঁরা। এবার যুদ্ধের পরিসমাপ্তি নিয়ে মুখ খুললেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও।
Russian President Vladimir Putin said that Russia wants an end to the war in Ukraine and that this would inevitably involve a diplomatic solution, reports Reuters
(File pic) pic.twitter.com/iM4mwzIBu0
— ANI (@ANI) December 22, 2022
রয়টার্স সূত্রের খবর রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান চায় এবং তবে তাঁর জন্য অনিবার্যভাবে দরকার একটি কূটনৈতিক সমাধান। তবে সেক্ষেত্রে সত্যিকার অর্থে ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতেও প্রস্তুত আছেন বলেই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন