Russia-Ukraine War: রাশিয়া সীমান্ত, ক্রিমিয়ায় হামলা ইউক্রেনের, ৬টি ক্ষেপনাস্ত্র নষ্ট করল রুশ সেনা
Russia-Ukraine War (Photo Credit: IANS/Twitter)

এবার ফের রাশিয়ার (Russia) সীমান্ত এলাকা এবং ক্রিমিয়ায় (Crimea)  হামলা চালাল ইউক্রেন (Ukraine)। ইউক্রেনের বোমায় রাশিয়ার সীমান্তবর্তী এলাকা বেলগরদে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার থেকে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা এবং ক্রিমিয়ায় হামলা চালাচ্ছে ইউক্রেন। ফলে গোটা এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে বলে খবর। কিভের তরফে যখন পরপর হামলা শুরু হয়, তা রুখতে প্রস্তুত রাশিয়া। বেলগরদে যাতে কিভ থেকে ছোঁড়া কোনও ক্ষেপনাস্ত্র আছড়ে পড়তে না পারে, তার জন্য পদক্ষেপ করে মস্কো। ইউক্রেনের ছোড়া পরপর ৬টি ক্ষেপনাস্ত্র নষ্ট করে দেওয়া রুশ বাহিনীর তরফে। যার জেরে একজনের মৃত্যুর খবর মেলে। পাশাপাশি আরও ৬ জন আহত হয় বলে খবর। ইউক্রেনের একটানা হামলার জেরে উত্তর বেলগরদের বহু অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। ফলে উত্তর বেলগরদে অন্ধকার নেমে আসতে শুরু করেছে বলে খবর। সবকিছু মিলিয়ে ইউক্রেনের হামলা রুখতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলি।

আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে 'যুদ্ধ অপরাধ' হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সুর চড়াল রাষ্ট্রসংঘ

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান শুরু করে রাশিয়া। কিভ, খারকিভ-সহ একাধিক শহরে হামলা চালিয়ে কার্যত লণ্ডভণ্ড করে দেয় রুশ সেনা। যার জেরে রাশিয়ার সঙ্গে পশ্চিমী বিশ্বের বিরোধ শুরু হয়। এমনকী আমেরিকা, ইউরোপের দেশগুলি রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করে। সবকিছছু মিলিয়ে ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের জেরে রাশিয়ার বিরুদ্ধ তীব্র বিরোধিতা শুরু করে পশ্চিমী বিশ্বের দেশগুলি।