মস্কো, ২৫ মার্চ: ইউক্রেনে রাশিয়ার (Russia) হানাদারির ১ মাস পূর্ণ। ইউক্রেনের একাধিক বড় শহরে রুশ সেনার হানাদারির পর বিধ্বস্ত ইউরোপের (Europe) এই শহর। ইউক্রেনে হানাদারির পর রাশিয়ার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার কিছুটা প্রকাশ্যে আনা হল মস্কোর তরফে। রুশ সেনা বাহিনীর উপপ্রধান জেনারেল সারগেই জানান, রাশিয়ার ১৩৫১ জন সেনাকর্মীর মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩,৮২৫ জন। যা নিয়ে ফের আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়েছে।
যদিও রাশিয়ার দেওয়ার হিসেবের সঙ্গে মিলছে না ন্যাটোর (NATO) তথ্য। ন্যাটোর দাবি, ইউক্রেনে (Ukraine) হানাদারির পর ৪ সপ্তাহের মধ্যে রুশ সেনা ৭ থেকে ১৫ হাজার সেনার মৃত্যু হয়েছে। অর্থাৎ রাশিয়ার মানুষের ক্ষোভ প্রশমন করতেই কি ইউক্রেনে হামলার পর কত সেনা কর্মীর মৃত্যু হয়েছে, তা ধামাতচাপা দিতে চাইছে পুতিন সরকার? এমন প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
আরও পড়ুন: Russia-Ukraine War: 'বর্বরতার চরম সীমা পার করেছেন পুতিন', আক্রমণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এদিকে রুশ সেনা আজ মিসাইল হামলা চালায় মারিউপলের একটি থিয়েটার হলে। মারিউপলের ওই থিয়েটার হলে রুশ সেনার হামলার পর কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে রিপোর্টে প্রকাশ।