
দিল্লি, ৯ জুন: ইউক্রেনের (Ukraine) উপর সবেচেয় বড় ড্রোন হামলা চালাল রাশিয়া (Russia)। রবিবার রাতভর ইউক্রেনের একাধিক শহরে আছড়ে পড়তে শুরু করে রুশ ড্রোন। ইউক্রেনের বিভিন্ন শহরে রবিবার রাতে হামলা চালায় ৪৭৯টি ড্রোন ( Russia Launched Drones)। যার জেরে কার্যত শোরগোল শুরু হয়ে যায়। রাশিয়া যেভাবে ড্রোন হামলা চালিয়েছে, তা এতদকালের সবেচেয়ে বড় হামলা বলেই মনে করছে ইউক্রেন। প্রসঙ্গত, গত ৩ বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ শুরু হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা এটি বলে মনে করা হচ্ছে।
রিপোর্টে প্রকাশ, ৪৭৯টি ড্রোনের পাশাপাশি ২০টি মিসাইল বা ক্ষেপনাস্ত্র হামলাও চালানো হয়েছে। রবিবার রাতে ইউক্রেনের বিভিন্ন শহরে ২০টি ক্ষেপনাস্ত্র (Missile) আছড়ে পড়ে। মধ্য এবং পশ্চিম ইউক্রেনেই এই ভয়াবহ হামলাগুিল রাশিয়া শুরু করে বলে জানা যায়।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের উপর রাতভর রাশিয়ার হামলা, ৪০৭টি ড্রোন ও ৩৮টি ক্রুজ মিসাইল নিক্ষেপ
রাশিয়ার ভয়াবহ হামলা ইউক্রেনে...
BREAKING: Ukraine says that Russia launched 479 drones last night, marking the biggest drone attack of the war so far.
— The Spectator Index (@spectatorindex) June 9, 2025
তবে রাশিয়া যে ৪৭৯টি ড্রোন ইউক্রেনের দিকে ছুঁড়ে দেয়, তার মধ্যে ২২৭টি বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে ১৯টি ক্ষেপনাস্ত্রও ইউক্রেন ধ্বংস করেছে বলে খবর। রাশিয়ার ছোঁড়া ড্রোন এবং মিসাইলগুলির মধ্যে মাত্র ১০টি নিজেদের নিশানায়য় আঘাত করতে পারে। ১০টি জায়গায় শুধুমাত্র ড্রোন আঘাত করে বলে পালটা দাবি ইউক্রেনের।