Vladimir Putin (Photo Credit: Instagram)

কিভ, ১৬ এপ্রিল:  ইউক্রেনে রাশিয়ার (Russia) হামলার পর প্রায় ২ মাস অতিক্রান্ত। এখনও ইউক্রেনের (Ukraine)একাধিক জায়গায় ক্রমাগত হমালা চালাচ্ছে মস্কো। যার জেরে কিভসহ ইউক্রেনের একাধিক বড় শহর কার্যত ধ্বংস্তুূপে পরিণত হয়েছে। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর সমালোচনা শুরু হয়েছে। এবার ইউক্রেন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাবধান করল রাশিয়া। মস্কোর হুমকি, আমেরিকা , ন্যাটো যদি কোনওভাবে কিভকে (Kyiv) অস্ত্রের যোগান দেয়, তাহলে তার ফল ভুগতে হবে।

অর্থাৎ অস্ত্র দিয়ে কিভকে সাহায্য করলে, মার্কিন মুলুককে তার ফল ভুগতে হবে বলে সুর চড়ানো হয় মস্কোর তরফে। ফল ভুগতে হবে ন্যাটোকেও।

আরও পড়ুন:  Ballygunge, Asansol By Election Result 2022: বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়, আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা

মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য বন্ধ করুক। অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করা হলে, তার ফল ভুগতে হবে বলে কার্যত সুর চড়ানো হয়েছে মস্কোর তরফে। অর্থাৎ মার্কিন মুলুক যাতে ইউক্রেন, রাশিয়ার দ্বন্দ্বর মধ্যে না পড়ে, সে বিষয়ে সাবধান করা হয়েছে পুতিনের দেশের তরফে।

&nbsp