Ballygunge, Asansol By Election Result 2022: উপনির্বাচনে ২-০ র পথে তৃণমূল, আসানসোলে শত্রুঘ্নের লিড দু লাখের কাছে, বালিগঞ্জে বাবুল এগিয়ে ২০ হাজারে
Babul Supriyo, Shatrughan Sinha (Photo Credit: Instagram)

কলকাতা, ১৬ এপ্রিল:  আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কড়া নিরাপত্তায় ভোট গণনা চলছে। দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূলের দুই তারকা প্রার্থী। বালিগঞ্জে তৃণমূলের বাবুল সুপ্রিয় এগিয়ে ৮ হাজার ভোটে। আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা এগিয়ে প্রায় লক্ষাধিক ভোটে। বাবুলকে শক্তি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন সিপিএম প্রার্থী সায়রা আলাম। বালিগঞ্জে বিজেপি প্রার্থী এখনও চার নম্বরে আছেন। তিনে আছে কংগ্রেস। অন্যদিকে, আসানসোলে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা-র লিড বেড়ে ৩৭ হাজার হয়ে গিয়েছে। আসানসোলে শুরুর দিকে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তবে গণনা যত এগোচ্ছে তৃণূমলের বিহারী বাবু এগিয়ে চলেছেন। আসানসোলের সাতটি বিধানসভার মধ্যে পাঁচটিতে এগিয়ে তৃণমূল, মাত্র দুটিতে (আসানসোল দক্ষিণ, কুলটি) এগিয়ে বিজেপি।

বালিগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী সায়রা হালিম। অন্যদিকে আসানসোলে এগিয়ে শত্রুঘ্ন সিনহা। আসানসোলে চারটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল, তিনটিতে বিজেপি। আরও পড়ুন: বালিগঞ্জে এখনও চারে বিজেপি

পঞ্চম রাউন্ড শেষে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এগিয়ে ৮,৪৯৯ ভোটে। বালিগঞ্জে দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী সায়রা হালিম। আসানসোলে দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)।

প্রসঙ্গত রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ আসন ফাঁকা হয়ে যায়। সুব্রতক মুখোপাধ্যায়ের মৃত্যুর পর সেখানে বিজেপি ছেড়ে আসা বাবুল সুপ্রিয়কে প্রার্থী হিসেবে দাঁড় করায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাবুল সুপ্রিয় বিজেপি ত্যাগ করায়, আসানসোল কেন্দ্রও ফাঁকা হয়ে যায়। ফলে সেখানেও নির্বাচনের প্রয়োজন ছিল। ফলে আসানসোল থেকে তৃণমূল কংগ্রেস দাঁড় করায় বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে। পাশাপাশি এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করছেন অগ্নিমিত্রা পাল।