Russia-Ukraine War: 'কিভে ফিরতে চাই', কাতর আর্জি ভারতে থাকা ইউক্রেনিয়ান মহিলার
Ukrainian citizen (Photo Credit: Twitter/ANI)

দিল্লি, ২৮ ফেব্রুয়ারি:  ইউক্রেনে (Ukraine) তাঁর পরিবার কেমন আছেন, জানতে পারছেন না। তাই শিগগিরই ইউক্রেনের নিকটবর্তী দেশে যেতে চান। ভারতে ইউক্রেনের দূতাবাসে হাজির হয়ে এমনই জানালেন ইউক্রেনিয়ান মহিলা। বর্তমান বিশ্বে এই ধরণের কোনও ঘটনা ঘটকে পারে, তা ভাবতেই পারছেন না বলে ক্ষোভ উগরে দেন ভারতে থাকা ইউক্রেনের বাসিন্দা।

 

ভারতে (Indian) থাকা ইউক্রেনের আরও এক বাসিন্দা জানান, তিনি কিভে (Kyiv) ফিরতে চান। ইউক্রেনে যে পরিস্থিতি চলছে, সেখানে মানুষ খাবার কিনতে পারছেন না। রাশিয়া (Russia) যুদ্ধ ঘোষণার পর ইউক্রেনের ভয়াবহ অবস্থা বলে রাগ উগরে দেন ভারতে থাকা ইউক্রেনের বাসিন্দা।

আরও পড়ুন:  Russia-Ukraine War: বড় পদক্ষেপ প্রধানমন্ত্রীর, ভারতীয়দের ফেরাতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দিকে যাচ্ছেন ৪ কেন্দ্রীয় মন্ত্রী