কিভ, ৪ মে: মারিউপল (Mariupol) পুনরুদ্ধার করতে রুশ (Russia) সেনার সঙ্গে সম্মুখ সমরে ইউক্রেনীয় সেনা। মারিউপলের ইস্পাত কারখানা অ্যাজোভস্টাল ইস্পাত কারখানায় জোরদার সংঘর্ষ শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় সেনার। এমনকী, অ্যাভোজস্টালে যখন ইউক্রেনীয় সেনা রাশিয়ার মুখোমুখি হয়, সেই সময় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান সেখানকার মেয়র।
এদিকে মস্কোর (Moscow) প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু দাবি করেন, মারিউপল দখল করেছে রাশিয়া। মস্কোর হাত ধরেই ইউক্রেনের ওই বন্দর শহরে নতুন করে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেন সার্গেই। পাশাপাশি সার্গেই সুর চড়িয়ে কার্যত হুমকির সুরে বলেন, ন্যাটোর অস্ত্র বোঝাই গাড়ি বা বিস্ফোরক যদি ইউক্রেনে আসে, তাহলে তা ধ্বংস করে দেওয়া হবে।
আরও পড়ুন: Russia-Ukraine War: ন্যাটো অস্ত্র দিয়ে ইউক্রেনকে সাহায্য করলে ফল ভুগতে হবে, সতর্ক করল রাশিয়া
সার্গেই অভিযোগ করেন, আমেরিকা ন্যাটোকে সঙ্গে নিয়ে সমানে ইউক্রেনের (Ukraine) মানুষকে উসকানি দিচ্ছে। যদি আমেরিকার (US) ইন্ধনে ন্যাটো কোনও অস্ত্র বা বিস্ফোরক ইউক্রেনীয় সেনাকে দিয়ে সাহায্য করে, তাহলে তার ফল ভুগতে হবে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় মস্কোর তরফে। সার্গেই শোইগু পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে সুর চড়ানোর পরপরই মারিউপলের ইস্পাত কারখানা অ্যাভোজস্টালে জোরদার সংঘর্ষ শুরু হয় আবার নতুন করে।