Russia-Ukraine War: ট্যাঙ্কে পিষে মারা হচ্ছে, শিশুদের সামনে ধর্ষণ করা হচ্ছে মায়েদের, রাষ্ট্রসংঘে অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্টের
Ukraine's president Volodymyr Zelenskyy (Photo Credit: Twitter)

কিভ, ৫ এপ্রিল:  রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার (Russia) বিরুদ্ধে মুখ খুললেন ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর  এমন নৃশংসতা আর কোথাও দেখা যায়নি। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এবার রাশিয়া নৃশংসতার সমস্ত মাত্রা পেরিয়ে গিয়েছে। এমনই অভিযোগ করেন ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy )।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, কিভের অনতিদূরে বুচা শহরে যা হয়েছে, তাতে রুশ সেনা সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। বুচায় সাধারণ মানুষকে ট্যাঙ্কের নীচে পিষে মেরে ফেলা হয়েছে। শিশুদের সামনে মহিলাদের ধর্ষণ করা হয়। সবকিছু মিলিয়ে ইউক্রেনে রুশ সেনা যা করছে, তা যুদ্ধ অপরাধের সামিল বলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তীব্র আক্রমণ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Russia-Ukraine War: 'ওকে বাঁচান', ছোট্ট শিশুর পিঠে নাম, ঠিকানা লিখে কাতর আর্জি ইউক্রেনীয় মায়ের

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, বুচায় রাশিয়া যা করেছে, তা দেখেছে গোটা বিশ্ব। বুচার পাশাপাশি ইউক্রেনের অন্য শহরগুলিতে রাশিয়া কী কী করেছে, তা এবার সবার সামনে আসার অপেক্ষায় বলেও মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনকে নিজেদের দাসে পরিণত করার চেষ্টা করছে রাশিয়া।  এমনও অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।