Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ৪ মে: ভ্লাদিমির পুতিনকে খুনের চেষ্টা হয়েছে। ড্রোন পাঠিয়ে পুতিনকে খুনের চেষ্টা  করে ইউক্রেন। ক্রেমলিনের এই দাবির পর দুই দেশের মধ্যে উত্তাপ ক্রমশ চড়তে শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট পুতিনকে খুনের চেষ্টার অভিযোগের পর এবার ইউক্রেনের একাধিক জায়গায় হামলা শুরু করল রাশিয়া। ইউক্রেনের খেরসন প্রদেশে রাশিয়ার হামলার জেরে ইতিমধ্যেই ২১ জনের  মৃত্যুর খবর মিলছে। সুপার মার্কেট, রেলওয়ে স্টেশন-সহ একাধিক জায়গায় রুশ সেনা ভয়ঙ্কর হামলা চালায় বলে খবর। যার জেরে ২১  জনের মৃত্যু হয়েছে। আহত প্রায় ৪৮ জন। ইউক্রেনের খেরসনের একাধিক জায়গায় রুশ সেনা একের পর এক ভয়ঙ্কর হামলা শুরু করেছে বলে দাবি করা হয় কিভের তরফে।

আরও পড়ুন: Russia-Ukraine War: পুতিনের উপর হামলার অভিযোগ নস্যাৎ, রুশ আগ্রাসান থেকে ইউক্রেনকে বাঁচাতেই ব্যস্ত, দাবি জেলেনস্কির

এদিকে খেরসনের পাশাপাশি কিভের একাধিক জায়গা  থেকেও বিস্ফোরণের শব্দ ভেসে আসছে বলে খবর। ইউক্রেনের রাজধানী শহরে বুধবার থেকেই রুশ সেনা নতুন করে হামলা শুরু করেছে বলে দাবি জেলেনস্কি সরকারের।