Russia-Ukraine War: রাশিয়ার হানাদারিতে ইউক্রেনে মৃত্যু ১৯১ শিশুর, আহত কমপক্ষে সাড়ে তিনশ, রিপোর্ট ঘিরে তোলপাড়

ইউক্রেনের তরফে পেশ করা একটি রিপোর্টে শিশু মৃত্যুর খবর প্রকাশ হতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। তবে রুশ সেনার হানাদারিতে আরও আরও বেশি শিশুর মৃত্যু হতে পারে। সব রিপোর্ট এখনও সামনে আসেনি বলে দাবি।

বিদেশ Jayeeta Basu|
Russia-Ukraine War: রাশিয়ার হানাদারিতে ইউক্রেনে মৃত্যু ১৯১ শিশুর, আহত কমপক্ষে সাড়ে তিনশ, রিপোর্ট ঘিরে তোলপাড়
Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ১৩ এপ্রিল:  গত ২৪ এপ্রিল ইউক্রেনে (Ukraine) হামলা চালায় রাশিয়া (Russia)। ইউক্রেনে রাশিয়ার হানাদারির পর প্রায় দেড় মাস অতিক্রান্ত। গত দেড় মাসে রুশ সেনার হামলায় গোটা ইউক্রেনে ১৯১  শিশুর মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৫০। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। ইউক্রেনের তরফে পেশ করা একটি রিপোর্টে শিশু মৃত্যুর খবর প্রকাশ হতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। তবে রুশ সেনার হানাদারিতে আরও আরও বেশি শিশুর মৃত্যু হতে পারে। সব রিপোর্ট এখনও সামনে আসেনি বলে দাবি।

জানা যাচ্ছে, ডোনেৎস্কে রুশ সেনার হামলায় ১১৩ জন শিশু আক্রান্ত। কিভে ১০২ জন। খারকিভে আক্রান্ত ৭৯ জন। চেরনিভে ৫৪। মারকোলাইভে ৪০। খেরসনে ৩৮। জাপোরিঝিয়াতে ২৩। সুমিতে ১৬ এবং জাইতোমিরে ১৫ জন শিশুর আক্রান্ত হওয়ার খবর মেলে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনের খারকিভে ফের বোমাবর্ষণ, রাশিয়ার মিসাইল হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

Russia-Ukraine War: রাশিয়ার হানাদারিতে ইউক্রেনে মৃত্যু ১৯১ শিশুর, আহত কমপক্ষে সাড়ে তিনশ, রিপোর্ট ঘিরে তোলপাড়

ইউক্রেনের তরফে পেশ করা একটি রিপোর্টে শিশু মৃত্যুর খবর প্রকাশ হতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। তবে রুশ সেনার হানাদারিতে আরও আরও বেশি শিশুর মৃত্যু হতে পারে। সব রিপোর্ট এখনও সামনে আসেনি বলে দাবি।

বিদেশ Jayeeta Basu|
Russia-Ukraine War: রাশিয়ার হানাদারিতে ইউক্রেনে মৃত্যু ১৯১ শিশুর, আহত কমপক্ষে সাড়ে তিনশ, রিপোর্ট ঘিরে তোলপাড়
Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ১৩ এপ্রিল:  গত ২৪ এপ্রিল ইউক্রেনে (Ukraine) হামলা চালায় রাশিয়া (Russia)। ইউক্রেনে রাশিয়ার হানাদারির পর প্রায় দেড় মাস অতিক্রান্ত। গত দেড় মাসে রুশ সেনার হামলায় গোটা ইউক্রেনে ১৯১  শিশুর মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৫০। সম্প্রতি এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে। ইউক্রেনের তরফে পেশ করা একটি রিপোর্টে শিশু মৃত্যুর খবর প্রকাশ হতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। তবে রুশ সেনার হানাদারিতে আরও আরও বেশি শিশুর মৃত্যু হতে পারে। সব রিপোর্ট এখনও সামনে আসেনি বলে দাবি।

জানা যাচ্ছে, ডোনেৎস্কে রুশ সেনার হামলায় ১১৩ জন শিশু আক্রান্ত। কিভে ১০২ জন। খারকিভে আক্রান্ত ৭৯ জন। চেরনিভে ৫৪। মারকোলাইভে ৪০। খেরসনে ৩৮। জাপোরিঝিয়াতে ২৩। সুমিতে ১৬ এবং জাইতোমিরে ১৫ জন শিশুর আক্রান্ত হওয়ার খবর মেলে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ইউক্রেনের খারকিভে ফের বোমাবর্ষণ, রাশিয়ার মিসাইল হামলায় বাড়ছে নিহতের সংখ্যা

সম্প্রতি বরোডিয়াঙ্কা এবং কোরোলিভকাতে ১৬ বছরের এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় ১০ বছরের এক কিশোরের মৃতদেহও। এসবের পাশাপাশি সম্প্রতি বুচায় (Bucha) যে ৪১০ জন মৃতদেহ উদ্ধার করা হয়, সেখানেও একাধিক শিশু ও মহিলার দেহ মেলে। যা নিয়ে বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়।

শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change
শহর পেট্রল ডিজেল
View all
Currency Price Change