Air India (Photo Credit: Twitter)

দিল্লি, ২২ ফেব্রুয়ারি:  ইউক্রেনের রাজধানী কিভ থেকে ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু করল দিল্লি। কিভ থেকে ২৫৪ জন ভারতীয়কে মঙ্গলবার রাতে এয়ার ইন্ডিয়ার বিমানে করে ফেরানো হবে বলে খবর। রাশিয়া যে কোনও মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রায় গোটা বিশ্ব। ফলে ইউক্রেনে থাকা ভারতীয়রা যাতে সাবধানে দেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে মস্কোর সঙ্গে আলোচনার টেবিলে বসতে চায় বলে ইউক্রেনের তরফে জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে পূর্ব ইউক্রেনের দুটি শহরকে ইতিমধ্যেই রুশ বাহিনী স্বাধীন বলে ঘোষণা করেছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দুই দেশকে কীভাবে রুশ প্রেসিডেন্ট স্বাধীন বলে ঘোষণা করেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জোরদার আলোচনা। আন্তর্জাতিক চুক্তির তোয়াক্কা না করে ইউক্রেনের দুটি শহরকে স্বাধীন ঘোষণার পর রাশিয়া এবার সেখান থেকে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  Ukraine-Russia Conflict: পূর্ব ইউক্রেনে শান্তি রক্ষা করুন, রুশ সেনাকে নির্দেশ পুতিনের

তবে পূর্ব ইউক্রনের দুটি শহরকে স্বাধীন ঘোষণার আগে সে বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরকে জানানো হয় বলে মস্কোর তরফে দাবি করা হয়। যদিও রুশ প্রেসিডেন্ট ফ্রান্স এবং জার্মানির সঙ্গে সখ্যতা বজায় রাখতে চাইলেও জার্মান চ্যান্সেলর রাশিয়ার নর্ড স্টেম টু পাইপলাইন প্রজেক্ট বরখাস্ত করে দেন। এসবের পাশপাশি কিভের তরফে মস্কোর সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করায়, পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে রাশিয়ার তরফে।