দিল্লি, ১৮ সেপ্টেম্বর: ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং কিম জং উনের (Kim Jong Un) বন্ধুত্ব আরও গভীর হচ্ছে? তার জেরেই এবার উত্তর কোরিয়াকে পরমাণু সাবমেরিন (Nuclear Submarine) বা ডুবো জাহাজ তৈরিতে সাহায্য করছে মস্কো? এমন জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।
রিপোর্টে প্রকাশ, উত্তর কোরিয়া (North Korea) যাতে পরমাণু ডুবো জাহাজ তৈরি করতে পারে, তার জন্য সাহায্য করছে রাশিয়া (Russia)। দক্ষিণ কোরিয়ার (South Korea) একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে।
জানা যাচ্ছে, পরমাণু সাবমেরিন তৈরি করছে পিয়ংইয়ংকে সব ধরনের সাহায্য করছে পুতিনের দেশ। যে খবর প্রকাশ্যে আসার পর দক্ষিণ কোরিয়ার তরফে তা খতিয়ে দেখা হচ্ছে। সিওল এ বিষয়ে কোনও মন্তব্য না করলেও, রাশিয়া এবং উত্তর কোরিয়ার এই বন্ধুত্বের ফল যে খুব একটা সুখকর হেব না, তা আন্দাজ করেই তদন্ত শুরু হয়েছে বলে খবর।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সরকারের কাছে খবর এসেছে। তবে নির্দিষ্ট তথ্য সূত্র না পেলে, এ বিষয়ে কোনও মন্তব্য করা হবে না।
সেপ্টেম্বরের শুরুতে চিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বেজিংয়ে বৈঠক করেন কিম। পুতিন, কিম এবং শি-এর সেই ছবি দেখে গোটা বিশ্ব জুড়ে জোর আলোচনা শুরু হয়।
পশ্চিমী বিশ্বকে টক্কর দিতে পুতিন, কিম এবং শি হাতে মিলিয়েছেন কি না, তা নিয়ে আলোচনা চলছে। তার মাঝেই এবার প্রকাশ্যে এল পরমাণু ডুবো জাহাজ তৈরিতে মস্কোর সাহায্য পিয়ংইয়ংকে।