গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হল মার্কিন প্রতিবেদক ইভান গার্শকোভিচ (Evan Gershkovich)। নিউ ইয়র্কের সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভানকে শুক্রবার রাশিয়ার একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। ওই মার্কিন সাংবাদিককে ১৬ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে আদালত। বছর ৩২ এর মার্কিন সাংবাদিক তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, এই সমস্ত কিছুই মিথ্যা।
২০২৩ সালের ২৯ মার্চ গ্রেফতার হয় ইভান। তার বিরুদ্ধে অভিযোগ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে (Russia Ukraine War) মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যে গোপন তথ্য সংগ্রহ করছিল সে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্যে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম উৎযাপন এবং মেরামতকারী এক সংস্থা সম্পর্কে গোপনে তথ্য সংগ্রহ করছিল সে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্দেশে গুপ্তচরবৃত্তি করছিল বলেই জানা গিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া প্রথম মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ (Evan Gershkovich)।
দোষী সাব্যস্ত...
A court in Yekaterinburg has convicted Wall Street Journal reporter Evan Gershkovich of espionage and sentenced him to 16 years in a high security penal colony. The trial has been dismissed as a ‘sham’ by US officials & the WSJ. pic.twitter.com/1tSodId4pR
— Steve Rosenberg (@BBCSteveR) July 19, 2024