নয়াদিল্লি: নিজের দেশের পতাকা নিয়ে প্যারিস অলিম্পিকে (Olympic) যোগ দিতে পারবেন না রাশিয়া (Russia) এবং বেলারুশের (Belarus) অ্যাথলিটরা। আগেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে ওই দুই দেশের খেলোয়াড়রা সাদা পতাকা নিয়ে ব্যক্তিগতভাবে অলিম্পিকে অংশ নিতে পারবেন। কারণ তাঁরা ব্যক্তিগতভাবে এই খেলায় অংশ নিচ্ছেন, দেশের পক্ষ থেকে নয়।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছিল, এই দুই দেশ কোনোভাবেই অলিম্পিকে যোগ দিতে পারবে না। পরে জানানো হয়, ব্যক্তিগতভাবে এই দুই দেশের খেলোয়াড়রা অলিম্পিকে অংশ নিতে পারবেন।