US President Joe Biden (Photo Credits: ANI)

ওয়াশিংটন, ২৪ ফেব্রুয়ারি:  ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের রাশিয়াকে সাবধান করলেন মার্কিন প্রেসিডন্ট জো বাইডেন (Joe Biden)। এদিন তিনি বলেন, “এই হামলা যে ভয়ঙ্কর মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে তার সম্পূর্ণ দায়ভার রাশিয়ার। এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্তমূলক উপায়ে প্রতিক্রিয়া জানাবে। বিশ্বের কাছে এহেন ধ্বংসলীলার জবাব রাশিয়াকে দিতেই হবে। ”

তিনি আরও বলেন, “আজ রাতে গোটা বিশ্ব ইউক্রেন বাসীর জন্য প্রার্থনা করছে। কারণ তারা আজ রাশিয়ান সেনাবাহিনীর অযাচিত, অপ্রীতিকর আক্রমণের শিকার। ইউক্রেনের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত যুদ্ধের পথ নিয়েছেন প্রেসিডন্ট পুতিন যা বিপর্যয়কর জীবনহানি ডেকে আনবে ও মানুষের দুর্ভোগকে বাড়িয়ে দেবে।” আরও পড়ুন-West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের আগমন, আজ থেকে রাজ্যে বৃষ্টি

এদিন হোয়াইট হাউস থেকে সমগ্র পরিস্থিতির উপরে নজর রাখবেন জো বাইডেন। আগামী কাল সকালে এই বিষয় নিয়ে তিনি G7 নেতৃত্বের সঙ্গে বসতে চান। একই সঙ্গে রাশিয়ার এহেন আগ্রাসন প্রসঙ্গে NATO- র সঙ্গেও আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট।