West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের আগমন, আজ থেকে রাজ্যে বৃষ্টি
Rain Fall (Photo Credits: Wikimedia Commons)

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: শীত (Winter) যাই যাই করলেও বৃষ্টি যেন বঙ্গবাসীর পিছু ছাড়ছে না। তাই শীতের এই পড়ন্ত বেলায় ফের বর্ষণের পূর্বাভাস দিল আলিপুরের হাওয়া অফিস। আজ কাল পড়শু অর্থাৎ শনিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি হবে। বৃহস্পতিবার বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কাল শুক্রবার গোটা রাজ্যেই কমবেশি বৃষ্টি হবে। শনিবার ফের পশ্চিমের জেলাগুলিতে বাড়বে বৃষ্টি। রবিবার তেকে আবহাওয়ার উন্নতি হবে। বেলা যত গড়াবে আকাশ ততই ঝকঝকে হবে। তবে বষ্টি এলেও নতুন করে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়াবিদদের মতে এ মরশুমের মতো শীতের যাত্রা শেষ হয়েছে।

তবে উত্তরবঙ্গে বুধবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আজ দার্জিলিং ও কালিম্পঙে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এই সপ্তাহে গোটা উত্রবঙ্গে চলবে বৃষ্টি। মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরও বৃষ্টিতে ভিজতে চলেছে। এদিকে জম্মু কাশ্মীর, মুজাফ্ফরাবাদ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরপশ্চিম ভারতে তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ পূর্বা ভারতের দিকে এগোচ্ছে। এটি সোজা বাংলাদেশে যাবে, কারণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে।