Alexei Navalny's widow, Yulia Navalnaya (Photo Credit: Twitter)

শুক্রবার রাশিয়ার (Russia) বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির (Alexei Navalny) শেষকৃত্য সম্পন্ন হবে। অ্যালেক্সি নাভালনির শেষকৃত্যের দিন তাঁর স্ত্রীকে গ্রেফতার করা হতে পারে। ভ্লাদিমির পুতিন ওইদিন যে কোনওভাবে প্রয়াত নাভালনির স্ত্রীকে গ্রেফতার করাতে পারেন। এবার এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া।

ইউলিয়া সম্প্রতি ইউরোপের পার্লামেন্টে হাজির হন। সেখানেই পুতিনের কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। পুতিন 'অপরাধীদের গ্যাং লিডার' বলেও তোপ দাগেন ইউলিয়া। তাঁর স্বামীর মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ি বলে অভিযোগ করেন ইউলিয়া। নাভালনির স্ত্রীর বক্তব্যের পর তাঁকে সম্মান জানান ইউরোপীয় পার্লামেন্টের নেতৃত্ব।

আরও পড়ুন: Vladimir Putin: পুতিন 'অপরাধীদের গ্যাং লিডার', জেলে স্বামীর মৃত্যুর পর বিস্ফোরক বিরোধী নেতার স্ত্রী

পুতিন রাজনীতিবিদ হলে, তাঁর সঙ্গে লড়াই করা যেত। কিন্তু পুতিন একজন 'অপরাধী'। তিনি 'অপরাধীদের দলনেতা'। তাই তাঁর সঙ্গে লড়াই করা অসম্ভব বলে ক্ষোভ উগরে দেন রাশিয়ার বিরোধী জলনেতার স্ত্রী ইউলিয়া।