Russia-Ukraine War (Photo Credit: ANI/Twitter)

রাশিয়ার বেলগোরোডে (Belgorode) ইউক্রেনের হামলার জেরে প্রাণ হারালেন ১৮ জন রুশ নাগরিক। যাদের মধ্যে ২ জন শিশু রয়েছে। শনিবার রাশিয়ার (Russia) আপৎকালীন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে এমনই তথ্য।

ইউক্রেনের ওপর হামলার পরই পাল্টা হামলা করা হয় ইউক্রেনের তরফে। বৃহস্পতিবার এবং শুক্রবার রাশিয়ার তরফে ইউক্রেনে সবথেকে বড় হামলা করা হয়। যে হামলার কারণে ইউক্রেনে নিহত হয় ৪০ জন এবং আহত হয় কমপক্ষে ১৫০ জন।

বিগত এক বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। যেখানে প্রতিনিয়ত কমবেশি সাধারণ মানুষ মারা যান। তবে এই হামলার জেরে মৃত্যুর সংখ্যা অনেকটাই বলে জানা যাচ্ছে।

যুদ্ধ এক বছরেরেও বেশি সময় ধরে চললেও তা থামার এখনও পর্যন্ত কোন লক্ষন নেই। যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য রাশিয়াল মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশকে অভিযুক্ত করেছেন। পুতিনের অভিযোগ বিভিন্ন ভাবে অস্ত্র সাহায্য করে ইউক্রনকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইন্ধন যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্যান্য দেশ।