মুরারি বাপুর কথা প্রোগ্রামে এসে মঞ্চে "জয় সিয়া রাম" বলে বক্তব্য শুরু করলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি শুনক। ভাষণ শুরুর প্রথম দিকেই "জয় সিয়া রাম" ধ্বনি দিতে দেখা যায় তাঁকে।
একজন প্রধানমন্ত্রী নয়, বরঞ্চ একজন হিন্দু হিসেবে তিনি এখানে এসেছেন বলে জানান ঋষি শুনক। মোরারি বাপুর রামায়ন পাঠের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তাঁকে। সেই আমন্ত্রণ রক্ষা করতে কেমব্রিজ বিশ্বিদ্যালয়ে আসেন ঋষি শুনক। মঞ্চে বক্তব্য শুরু করার সময় তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এখানে এসে তিনি সম্মানিত।
তিনি জানান,"আমি এখানে আজকে একজন প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং একজন হিন্দু হিসেবে এসেছি, আমার কাছে বিশ্বাস একটি ব্যক্তিগত বিষয়"বলে জানান তিনি।
UK Prime Minister @RishiSunak says ‘Jai Siya Ram’ also says that he is attending Katha Programme of Murari Bapu not as a Prime Minister of UK but as a ‘Hindu’
— Siddhant Mishra (@siddhantvm) August 15, 2023