ব্রিটেন, ২৫ অক্টোবর: রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করে ব্রিটেনের দায়িত্ব নিলেন ঋষি সুনক (Rishi Sunak)। ভারতীয় বংশোদ্ভুদ ঋষি সুনককে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন রাজা তৃতীয় চার্লস (King Charles)। মঙ্গলবার বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি সুনক। সেখানেই সুনককে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন রাজা তৃতীয় চার্লস।
The King received The Rt Hon Rishi Sunak MP at Buckingham Palace today.
His Majesty asked him to form a new Administration. Mr. Sunak accepted His Majesty's offer and was appointed Prime Minister and First Lord of the Treasury. pic.twitter.com/UnT3jMS8so
— The Royal Family (@RoyalFamily) October 25, 2022
প্রসঙ্গত লিজ ট্রাসকে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন রানি এলিজাবেথ। ট্রাস ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যেই প্রয়াত হন রানি। এলিজাবেথের মৃত্যুর পর সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন লিজ ট্রাস। লিজের ইস্তফার পর এবার ঋষি সুনককে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সপলেন রাজা তৃতীয় চার্লস।
আরও পড়ুন: Liz Truss: সুনকের হাতে ব্রিটেনের দায়িত্ব লিজের, বিদায়ী ভাষণে পুতিনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন ট্রাস
Rishi Sunak appointed new British PM by King Charles III
Read @ANI Story | https://t.co/sT38pzl3j7#RishiSunak #UK #UnitedKingdom #KingCharlesIII pic.twitter.com/Cx7WxoXK0D
— ANI Digital (@ani_digital) October 25, 2022
প্রসঙ্গত আগামী ২৮ অক্টোবর ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভুদ ঋষি সুনক। ইনফোসিসের কর্ণধর নায়ারণমূর্তির জামাই ঋষি সুনক ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী হচ্ছেন শুনেই দীপাবলিতে খুশির জোয়ার দেশ জুড়ে।