Vladimir Putin (Photo Credit: BRICS/ X)

Russia New Year Eve: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনের বেশ কয়েকটি শহরে নিউ ইয়ার ইভে আতশবাজি বাজি বাতিল করেছেন। ইউকে-এর সংবাদপত্র দ্য মিররের খবর অনুসারে, সাইবেরিয়ার আকাশে দেখা মিলেছে ইউএফওর (UFO)। সাধারণত নতুন বছরকে স্বাগত জানাতে মস্কোর ক্রেমলিন (Kremlin) এবং পেঁয়াজ আকৃতির গম্বুজযুক্ত সেন্ট বাসিল ক্যাথেড্রালে (St. Basil's Cathedral) বিশাল আতশবাজি ফোটানো হয়। রাশিয়ায় ইতিহাস বলে নববর্ষের আতশবাজির ঐতিহ্য শুরু করেন পিটার দ্য গ্রেট। কিন্তু পুতিন ইউক্রেন আক্রমণ করার পর থেকে মস্কোতে আতশবাজির প্রথা বাতিল করা হয়েছে। তারপর আকাশ জুড়ে ইউএফওর গুঞ্জন বিষয়টিকে আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া রিপোর্ট বলছে, মধ্যরাতের কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে রেড স্কোয়ার। দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গ এবং প্রশান্ত মহাসাগরের রাজধানী ভ্লাদিভোস্টকসহ রাশিয়ার ১১টি টাইম জোনের কয়েক ডজন বড় শহরে আতশবাজি বাতিল করা হয়েছে। Japan New Year 2025: সূর্যোদয়ের দেশে এসে গেল ২০২৫, টোকিওতে বর্ষবরণের জমকালো অনুষ্ঠান

রাশিয়ার নিউ ইয়ার আতশবাজি বাতিল পুতিনের

এই ব্যাপারে পুতিনের ঘনিষ্ঠ মিত্র মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন যে একটি রিপোর্টে দেখা গেছে, ইউক্রেন যুদ্ধের কারণে মানুষ আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপনের বিরোধিতা করছে। দাবি করা হয়েছে, আতশবাজির শব্দে যুদ্ধে আহত ব্যক্তিরা আতঙ্কিত হতে পারেন। এ ছাড়া ইউক্রেন আতশবাজির প্রদর্শনী নষ্ট করে দিতে পারে বলেও আশঙ্কা করা হয়। এরই মাঝে সাইবেরিয়ায় নিউ ইয়ার ইভে আকাশে একটি রহস্যময় ইউএফও দেখা যায়। ভোর সাড়ে ৫টায় রাশিয়ার পুলিশর কাছে খবর আসে, বৈকালস্ক হ্রদের প্রত্যন্ত সেভেরোবাচালস্ক যেখানে বিশ্বের জমে থাকা মিষ্টি জলের ২০ শতাংশ রয়েছে সেখানে একটি ইউএফও দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি রাতের অন্ধকারে বস্তুটি হঠাৎ উজ্জ্বল আলোয় ঝলমল করে ওঠে এবং তারপর অনেকগুলো টুকরো হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর কক্ষপথ থেকে বেরিয়ে আসা ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে এই ইউএফওর মিল রয়েছে। তবে অদ্ভুত এই দৃশ্যের বিষয়ে রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।