গ্রেফতার থেকে বাঁচতে আগাম জামিনের জন্য হাইকোর্টের দারস্থ হলেন পাকিস্তান তেহেরিক ই ইনসাফের প্রধান ইমারন খান ।সোমবার লাহোর থেকে ইসলামাবাদের পথে রওনা দেন ইমরান। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। ইমরানের আইনজীবীর পক্ষ থেকে গ্রেফতারি রুখতে ইসলামাববাদ হাইকোর্টে জামিনের আবেদন করা হয়।রাজনৈতিক ভাবে ফাঁসানোর উদ্দেশ্যেই ইমরানের বিরুদ্ধে এইসব অভিযোগ করা হয়েছে আদালতে জানান ইমরানের আইনজীবি।
পাকিস্তান ইলেকট্রনিক্স এবং মিডিয়া রেগুলেটর অথোরিটির পক্ষ থেকে যে কোন ধরনের মিছিল, লাইভ কভারেজ দেখানোর ওপর এদিন নিষেধাজ্ঞা জারি করা হয়।এই নিষেধাজ্ঞার সমর্থনে জানানো হয়েছে যে, যে ধরনের ফুটেজ সম্প্রতি দেখানো হয়েছে তাতে হিংসাত্বক ঘটনার ছবি উঠে এসেছে এবং কোন কাটছাঁট না ছাড়াই তা টিভিতে চালানো হয়েছে।
নিরস্ত্র পুলিশের ওপর হামলার ছবি দেখানো হচ্ছে । যা জনগন এবং পুলিশের মনে ভয় ধরিয়েছে। তাই এই ধরনের সম্প্রচার রুখতে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ইলেকট্রনিক্স এবং মিডিয়া রেগুলেটর অথোরিটি।
তবে ইমরানের হাইকোর্ট থেকে জামিন নেওয়ার দিনটিকে লক্ষ্য রেখেই যে মিছিলের ওপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, তা একপ্রকার পরিষ্কার। ইমরান খানের লাইভ ভিডিও বা ছবির সম্প্রচারে বাধা দেওয়ার উদ্দেশ্যেই যে কাজ করা হয়েছে তা মনে করছেন অনেকেই ।
PTI Chief Imran arrives at Islamabad HC for pre-arrest bail in multiple cases
Read @ANI Story | https://t.co/7x8rROHf1Y#ImranKhan #PreArrestBail #IslamabadHighCourt #Pakistan pic.twitter.com/r8EMMYPERd
— ANI Digital (@ani_digital) March 27, 2023