Narendra Modi was warmly welcomed in Vienna (Photo Credit: X)

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi) রাশিয়া সফর শেষে অস্ট্রিয়ায় (Austria) পৌঁছলেন। দীর্ঘ ৪১ বছরে এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া সফরে গেলেন। ভারত ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর এই সফর। প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই আশা করা হচ্ছে। ভারত ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর ১৯৫৫ সালে জওহরলাল নেহেরু অস্ট্রিয়া সফর করেন। এরপর ১৯৮৩ সালে ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফর করেন। রাশিয়া সফর শেষে মঙ্গলবার রাতেই ভিয়েনায় পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। ভিয়েনার হোটেলে পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। অস্ট্রিয়ান শিল্পীরা ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরমের (Vande Mataram) সুর তুলে প্রধানমন্ত্রীকে উষ্ণ স্বাগত জানান।

দেখুন

 

প্রধানমন্ত্রী মোদী আজ অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যন ডের বেলের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠক করবেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামারের সঙ্গে।