শোকের ছাঁয়া হোয়াইট হাউসে। শতচেষ্টার পরেও নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) পেলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান, রাশিয়া, ইউক্রেন, ইজরায়েলের রাষ্ট্রনেতারা তাঁকে সমর্থন করার পরেও নোবেল শান্তি পুরস্কার তাঁর হাত থেকে ফস্কে গেল। পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। এই নিয়ে এবার ট্রাম্পের প্রতি সমবেদনা জানিয়ে নোবেল পুরস্কার কমিটির বিরুদ্ধেই তোপ দাগলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে এর পেছনে আরও বড়মাপের রাজনীতি রয়েছে।
ট্রাম্পের সমর্থনে মন্তব্য পুতিনের
পুতিন বলেন, ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশে শান্তির প্রতিষ্ঠার জন্য অনেককিছুই করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। উনি বিগত কয়েক বছর ধরে চলা জটিল সমস্যা কয়েক মাসের মধ্যে সমাধান করেছেন। বিগত কয়েকবছরে এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে, যেখানে নোবেল কমিটি এমন ব্যক্তিদের বেছে নিয়েছে, যাঁরা শান্তির জন্য কিছুই করেনি। আসলে নোবেল কমিটি এই পুরস্কারের মর্যাদা কমাচ্ছে।
নোবেল শান্তি পুরস্কারের মাপকাঠি
প্রসঙ্গত, নোবেল পাওয়ার জন্য একাধিক নিয়ম থাকে। আসলে প্রতিবছরই এই পুরস্কার প্রদানের জন্য মনোনয়ন পর্ব চলে। এবারেও চলেছে ৩১ জানুয়ারি পর্যন্ত। আর গত ১৯ জানুয়ারিতে আমেরিকা দায়িত্ব নিয়েছেন ট্রাম্প। আর ৩৩৮ জন প্রার্থীকে বেছে নেওয়া হয়েছিল ২০২৪-এ তাঁরা কী কাজ করেছেন তার ওপর ভিত্তি করে। সেখানে ট্রাম্প তো ২০২৪-এ ক্ষমতাতেই ছিলেন না। ফলে এই বছর না হলেও আগামী বছর তাঁর যে কিঞ্চিৎ সুযোগ রয়েছে, সেটা কিন্তু আন্দাজ করাই যায়।