মার্কিন যুক্তরাষ্ট্রে তিন দিনের রাষ্ট্রীয় সফরে পৌছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট বাইডেন ও মার্কিন ফার্স্ট লেডি জিল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন মোদী। এর পরই উপহারের ডালি খোলেন তিনি। সেখান থেকে একটি একটি করে বিশেষ উপহার তুলে দেওয়া হয় দু'জনের হাতে।
প্রথমেই বাইডেনের স্ত্রী জিলকে সৌর শক্তি ও বায়ু শক্তিকে একত্রিত করে ল্যাবে প্রস্তুতকরা ৭.৫ ক্যারাটের একটি সবুজ হিরে উপহার দেন মোদী। তারপর বাইডেনের প্রিয় কবি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়টসরের একটি দুর্লভ উপহার তুলে দেওয়া হয় প্রেসিডেন্টের হাতে। প্রথমবার প্রকাশিত হওয়া The Ten Principal Upanishads (উপনিষদের ১০টি মূলমন্ত্র) বইটি উপহার হিসেবে দেন প্রধানমন্ত্রী। মাইসুরুর বিখ্যাত চন্দন কাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা বইটি ১৯৩৭ সালে আইরিশ কবি উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ। কর্নাটকের মহীশূরের চন্দনকাঠ দিয়ে তৈরি অপূর্ব কারুকার্য করা ওই বাক্সের গায়ে নকশা ফুটিয়ে তুলেছেন রাজস্থানের জয়পুরের শিল্পীরা।
এর পরে মোদীর দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল কলকাতার পঞ্চম প্রজন্মের রৌপ্যশিল্পীদের পরিবারের কারিগরদের দ্বারা তৈরি করা রূপার গণেশ এবং প্রদীপ।
Prime Minister Narendra Modi presents a special sandalwood box to US President Joe Biden that has been handcrafted by a master craftsman from Jaipur, Rajasthan. The sandalwood sourced from Mysore, Karnataka has intricately carved flora and fauna patterns. pic.twitter.com/fsRpEpKJ4W
— ANI (@ANI) June 22, 2023
ভারতীয় সংস্কৃতি মেনে দশ দানম বা দশটি বিভিন্ন ধরণের দান সম্বলিত একটি চন্দনের বাক্স উপহার হিসাবে তুলে দেওয়া হয়। 'সহস্র পূর্ণ চন্দ্রোদয়ম' উদযাপনের সময়, প্রধানমন্ত্রী মোদি চন্দনের বাক্সে এই দশটি অনুদান উপস্থাপন করেছিলেন যার মধ্যে রয়েছে: - গৌদান (গরু), ভুদান (জমি), তিলদান (তিল), হিরণ্যদান (সোনা), অজ্যদান (ঘি বা স্পষ্ট মাখন), ধান্যদান (খাদ্যশস্য), বস্ত্রদানের প্রথা তুলে ধরা(জামাকাপড়), গুড্ডান (গুড়), রৌপ্যদান (রূপা) এবং লাভন্দন (লবণ)।গো-দানের পরিবর্তে পশ্চিমবঙ্গের দক্ষ কারিগরদের দ্বারা একটি সূক্ষ্মভাবে হস্তনির্মিত রূপালী নারকেলটি দেওয়া হয়।কর্ণাটকের মহীশূর থেকে প্রাপ্ত চন্দন কাঠের একটি সুগন্ধি টুকরো, জমি দানের (Donation of land) পরিবর্তে দেওয়া হয়।তামিলনাড়ু থেকে প্রাপ্ত তিল বা সাদা তিলের বীজ তিলদান (donation of sesame seed) হিসাবে দেওয়া হয়।এরপর রাজস্থানে হস্তশিল্পীদের তৈরি ২৪ ক্যারেট খাঁটি এবং হলমার্কযুক্ত সোনার মুদ্রা, হিরণ্যদান (Donation of Gold) হিসাবে দেওয়া হয়।রাজস্থানের কারিগরদের দ্বারা নান্দনিকভাবে কারুকাজ করা ৯৯.৫ শতাংশ খাঁটি এবং হলমার্কযুক্ত রৌপ্য মুদ্রা রৌপ্যদান (Donation Of Silver) হিসাবে দেওয়া হয়। সবশেষে গুজরাটের কচ্ছের নুন ও লবণ দান (Donation of Salt) রূপে দান করা হয়। এছাড়া পঞ্জাব থেকে ঘি, ঝাড়খণ্ডের সিল্ক, উত্তরাখণ্ডের চাল,মহারাষ্ট্রের গুড়ও ছিল ওই বাক্সে।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পালটা উপহারে ভরিয়ে দেন প্রেসিডেন্ট বাইডেনও। ২০ শতাব্দীর গোড়ায় লেখা একটি মার্কিনি বই নমোকে উপহার হিসেবে দেন তিনি। এছাড়াও ঘরে তৈরি প্রথম কোডাক ক্যামেরা আমেরিকার ওয়ার্ল্ড লাইফ সংক্রান্ত ছবি, রবার্ট ফ্রস্টের কবিতার বই(Collected Poems of Robert Frost)টির প্রথম সংস্ককরণ তাঁর হাতে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
PM Modi gifts President Joe Biden, US First Lady Jill Biden- Sandalwood box with 'das danams,' green diamond
Read @ANI Story | https://t.co/ofjHjpGypp#PMModi #JoeBiden #JillBiden #SandalwoodBox #US #WhiteHouse pic.twitter.com/1wBbS15YPo
— ANI Digital (@ani_digital) June 22, 2023