Modi Birthday On Burj Khalifa (Photo Credit: X@ANI)

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে বাহারি আলোয় সেজে উঠল দুবাইয়ের ঐতিহাসিক বুর্জ খলিফা, শুধু আলো নয় বুর্জ খলিফার দেওয়ালে ঝলমল করে দেখা গেল প্রধানমন্ত্রী ছবি।বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে প্রধানমন্ত্রী মোদীর প্রতিকৃতি এবং উদযাপনের বার্তা দিয়ে দুবাইয়ের আকাশরেখাকে আলোকিত করল বুর্জ খলিফা। আর ৭৫তম এই জন্মদিনের উদযাপন পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার উপর ভিত্তি করে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে তুলে ধরে।

জন্মদিনের সকালে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান  এক্স হ্যান্ডেলের ( X) এর একটি পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি তার পোস্টে বলেছেন-"নরেন্দ্র মোদী, আপনার জন্মদিনে আন্তরিক অভিনন্দন। আমি আপনার সুস্বাস্থ্য ও সুখ কামনা করি, এবং ভারতের অগ্রগতি এবং এর জনগণের সমৃদ্ধিতে অব্যাহত সাফল্য কামনা করি" ।