S Jaishankar (Photo Credit: Instagram)

কিভ, ২৩ অগাস্ট: ইউক্রেন গিয়ে পাশে থাকার বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাজধানী কিভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি-র সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন প্রধানমন্ত্রী মোদী। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে ১০ ঘণ্টার রেলযাত্রা শেষে ইউক্রেনের রাজধানী কিভে পৌঁছন মোদী। তাঁকে উষ্ণ অভিনন্দন জানান প্রেসিডেন্ট জেলেনস্কি। মোদী-জেলেনস্কি-র বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। সবারই আগ্রহ এই দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে কী কী বিষয়ে আলোচন হয়।

যা নিয়ে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, " ভারত-ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্কে জোর দেওয়া হয়েছে আজকের বৈঠকে। দুই দেশের মধ্য়ে বানিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা, কৃষি, ওষুধ প্রস্তুতিকরণ-গবেষণা, শিক্ষার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আরও কিছু ক্ষেত্রের বিষয়ে কথা হয়। দুই দেশের প্রধান একটি কমিশন করেন, যাতে আমি এবং মন্ত্রী কুলেবা যৌথভাবে দেখাশোনা করব। এর মাধ্যমে দুই দেশের বানিজ্য এবং আর্থিক সম্পর্ক, যা সাম্প্রতিককালে অনেকটা কমে গিয়েছে, সেগুলি ফের উজ্জীবিত করা হবে। চলতি বছরের সেষের দিকে এই বিষয়ে আমাদের ফের কথা হবে।" আরও পড়ুন-ইউক্রেনের রাজধানী কিয়েভে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদী (দেখুন ভিডিও)

দেখুন ভিডিয়ো

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করতে ভারত শান্তি স্থাপনের সেতুর কাজ করতে চায় বলে জানানো হয় প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফরে। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ভারত পথ খুঁজছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।