![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/04/1-1-1-380x214.jpg)
লাইভ ব্রডকাস্ট চলাকালীন গুলি করে খুন এক রেডিও জকি। ঘটনাটি ঘটেছে ফিলিপিন্সে (philipines) ।জানা গেছে, ক্যালামবা গোল্ড এফএমের একজন রেডিও জকি জুয়ান জুমালোন ফেসবুকে লাইভ স্ট্রিমিং করছিলেন। সেই সময় তার বাড়িতে ঢুকে তাকে গুলি করে এক ব্যক্তি। নিজের বাড়ির মধ্যেই রেডিওর সেটআপ বসিয়েছিলেন এই রেডিও জকি (Radio Jockey)।
লাইভ স্ট্রীমিং চলাকালীন বাড়ির মধ্যে ২ জন ঢুকে পড়েন এবং একজন কর্মচারীর মাথায় বন্দুক রাখেন এবং অন্যজন জুমালোনের কাছে গিয়ে তাকে কাছ থেকে গুলি করেন বলে জানা গেছে।
ঘটনার পরই রেডিও জকিকে ক্যালাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস এই ঘটনার নিন্দা জানিয়েছেন।
মিডিয়া সিকিউরিটির প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের তরফে কার্যনির্বাহী ডিরেক্টর পল গুয়েতারেজের পক্ষ থেকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কি কারণে এই দুর্ঘটনা ঘটল তার খোঁজ চলছে। কাজ নিয়ে কোন ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Philippines radio journalist dead during live broadcast
Read @ANI Story| https://t.co/ETx7c8zzaT#Philippines #RadioJournalist pic.twitter.com/3EXLtgXGyy
— ANI Digital (@ani_digital) November 6, 2023