Photo Credits: Pixabay and PTI

ইসালামাবদ, ৭ এপ্রিল: পাকিস্তানের বেহাল অর্থনীতিকে বাঁচাতে পারে একমাত্র আন্তর্জাতিক মুদ্রা তহবিলের অর্থ সাহায্য ও ঋণ। আইএমএফের ঋণের মোটা অর্থ পেলে তবেই পাকিস্তানের মানুষ বাঁচবে। এটা দিনের আলোর মত পরিষ্কার। কিন্তু অভ্যন্তরিন রাজনৈনিক সঙ্কটে পাকিস্তানের সঙ্গে আইএমএফের কর্তাদের বৈঠক বারবার পিছিয়ে যাচ্ছিল। অবশেষে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসক দার মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে IMF-কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু আচমকাই পাক অর্থমন্ত্রীর মার্কিন সফর পিছিয়ে গেল।

ঋণের অপেক্ষায় চাতক পাখির মত বসে থাকা পাকিস্তানের সাধারণ মানুষ এতে আরও হতাশ হয়ে পড়লেন। দেশের মধ্যে আরও কয়েকটি বৈঠক সেরে, ঋণের দাবির কাগজ আরও মজবুত করে তবে তিনি আমেরিকায় গিয়ে বৈঠক বসবেন বলে অর্থমন্ত্রী ইসক দার জানিয়েছেন।

দেখুন টুইট

একেবারে ভেঙে পড়ছে পাকিস্তানের অর্থনীতি। পাকিস্তানের রুপির সর্বকালীন পতন ঘটেছে। এক মার্কিন ডলারের বিনিময় মূল্য এখন ২৮৮ পাকিস্তানি রুপি। মানে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের মুদ্রার কার্যত আর কোনও দরই থাকল না। পাকিস্তানের পরিস্থিতি শ্রীলঙ্কার থেকেও খারাপ হলে অবাক হওয়ার থাকবে না। এমন অবস্থায় পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থা একেবারে খারাপ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গিয়েছে। অর্থনীতির এমন করুণ দশায় আন্তর্জাতিক অর্থ তহবিলের অর্থ সাহায্য, ঋণের দিকে চাতক পাখির মত চেয়ে গোটা পাকিস্তান।